স্পোর্টস ডেস্ক:: জাতীয় ক্রীড়া পরিষদ সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালন মনোনয়ন দেয়। যার ফলে তিনি বোর্ড সভাপতি নির্বাচিত হন। জাতীয় ক্রীড়া পরিষদের পুরো প্রক্রিয়া বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ে করেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমদ।
রোববার হাইকোর্ট রিট করেন, যা কার্যতালিকার ২৮ নম্বরে ছিলো। আজ হাই কোর্ট শুনানী শেষে ফারুক আহমদের রিটটি কার্য তালিকা থেকে বাদ দিয়েছেন। শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার বিষয়টি তালিকা থেকে বাদ দেন।
এনএসসি গত ২৯ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)র সাবেক সভাপতি ফারুক আহমদের মনোনয়ন বাতিল করে। এনএসসির প্রতিনিধি হয়ে বোর্ড পরিচালক হন ফারুক এবং পরবর্তীতে বোর্ড সভাপতি নির্বাচিত হন। এনএসসি মনোনয়ন বাতিল করা পরিচালক ও সভাপতির পদ হারান তিনি। এরপর এনএসসি আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক মনোনয়ন দেয়।
দেশের ক্রিকেটে এ নিয়ে তোলপাড় চলছে। এরই মধ্যে ফারুক এনএসসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন হাই কোর্টে। আদালতে ফারুকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস, আইনজীবী কায়সার কামাল ও এ কে এম আজাদ হোসেন শুনানিতে ছিলেন। এনএসসির পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান শুনানিতে অংশ নেন।
ফারুকের আইনজীবী এ কে এম আজাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘শুনানির পর আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করার স্বাধীনতা থাকবে বলা হয়েছে। আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
রিটের প্রার্থনায় বলা হয়, , ২৯ মে ও ৩০ মের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয় রিটে। আর রুল হলে তা বিচারাধীন অবস্থায় ওই দুই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়। যুব ও ক্রীড়া সচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাঁচজনকে বিবাদী করা হয় রিটে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০