স্পোর্টস ডেস্ক:: ভারতীয ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, বাংলার সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী আবারো বেঙ্গলের সভাপতি হচ্ছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদে বিনা লড়াইয়ে তাঁর নির্বাচিত হওয়ার ইঙ্গিত মিলেছে।
দেশটির গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে গাঙ্গুলী নিজে সিএবির সভাপতি পদে নির্বাচনের কথা জানিয়েছেন। তবে সাবেক ভারতীয় অধিনায়ক নির্বাচনে প্রার্থী হলে অন্য কেউ প্রার্থীতা ঘোষণা করবেন না। তিনিবিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
সিএবি সভাপতির দায়িত্ব পালন করছেন গাঙ্গুলীর ভাই স্নেহাশিস গাঙ্গুলী। স্নেহাশিসের মেয়াদ শেষ হতে চলেছে। আগামি । ২০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হবে। একই সময়ে নতুন সভাপতিও নির্বাচিত হবেন। ২০১৫ সালে সিএবি সচিব হিসেবে।
সচিবের দায়িত্ব নেওয়ার পর একই বছরের শেষের দিকে তিনি সভাপতির দায়িত্ব পান সৌরভ গাঙ্গুলী। সেই দাায়িত্ব বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত পালন করেন। ২০১৯ সালে সিএবির সভাপতির পদ ছেড়ে বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিন হন সাবেক অধিনায়ক। ২০২২ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পদে ছিলেন তিনি।
সৌরভের অধীনে বিসিসিআই দারুণ কিছু কাজ করে। কোচিংয়ে উন্নতি করে। আইপিএলে ২০২৭ সাল পর্যন্ত রেকর্ড আয়ও করে। মহিলাদের ক্রিকেটে যোগ করেন চ্যালেঞ্জ কাপও। সিএবির সভাপতি থাকাকালীন সময়েও বেঙ্গলের জন্য বেশ কয়েকটি ভাল কাজ করেন। রঞ্জিতে সাফল্য পায় বেঙ্গলও। স্থানীয় ক্রিকেট উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন।
ভারতীয় ক্রিকেটে শ্রদ্ধার চোখের দেখা হয় সৌরভকে। সেই তিনি বেঙ্গলের সভাপতির দায়িত্ব নিতে চান এবার। সংশ্লিষ্টদের ধারণা সৌরভ সভাপতি হতে চাইলে আর কেউ প্রার্থী হবেন না। তিনি বিনা লড়াইয়ে নির্বাচিত হয়ে যাবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০