স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে বড় জয়ে দারুণ বল করেছিলেন ইংল্যান্ডের বোলাররা। আগে ব্যাট করে ৩৬৪ রানের পুঁজি পাওয়া ইংলিশরা বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতেছিল ১৩৭ রানের বড় ব্যবধানে। পেস-স্পিনে টাইগারদের ২২৭ অলআউট করে দেয় জস বাটলারের দল।
সেই ম্যাচের স্মৃতি নিয়ে বোলিংয়ের শক্তিতে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিতে চেয়েছিল ইংল্যান্ড। তাই রোববার দিল্লিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দলটির অধিনায়ক বাটলার। তিনি জানান, তাদের হিসাব ছিল- রান তাড়ার ক্ষেত্রে রাতের শিশির দেবে সুবিধা। কিন্তু তা হয়নি। বাটলার বলেন, ‘আমরা সব সময় ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলতে চেয়েছি। সব সময় সেটা করা যায়নি। আফগানিস্তান ভালো চাপ তৈরি করেছে। হয়তো উইকেট আমরা যেমন ভেবেছিলাম, তেমন আচরণ করেনি। হয়তো শিশির যেমন থাকবে ভেবেছিলাম, তেমন থাকেনি।’
শুরু থেকেই পাল্টা আক্রমণে ইংলিশদের ওপর চড়াও হন আফগান ওপেনাররা। উদ্বোধনী জুটিতে ১০০ বলের মধ্যেই ১১৪ রান তুলে ফেলেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। মূলত সেখানেই ম্যাচের রূপ বদলে গেছে বলে মনে করছেন বাটলার। তিনি বলেন, ‘টস জেতার পর এত রান দেওয়াটা হতাশার। প্রথম বলটা লেগ সাইডের অনেক বাইরে করাটা ম্যাচের সুর নষ্ট করেছে। আফগানিস্তানকে কৃতিত্ব দিতে হবে। তারা আজ আমাদের উড়িয়ে দিয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post