স্পোর্টস ডেস্ক:: সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে টি-২০ সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের করা ১৬৫ রান টপকাতে পারেনি টাইগাররা। ১৬ রানের হারে সিরিজ শুরু করেছে স্বাগতিক দল।
বীরশ্রেষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ টাইগার বোলারদের তুলোধুনো করে ১৬৫ রান তুলে ফেলে। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ ব্যাটসম্যানদের ব্যর্থতায় ইনিংসের দুই বল আগে ১৪৯ রানেই গুটিয়ে যায়্।
টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ অ্যালিক ও ব্রেন্ডন কিংয়ের উদ্বোধনী জুটিতে ৫৯ রান তুলে। তিনে নামা শাই হোপ আর পাঁচে নামা রভম্যান পাওয়েলের ব্যাটে চড়ে ৩ উইকেটে ১৬৫ রানে থামে দলটি। ২৭ বলে ৩৪ রান করেন অ্যালিক। ৩৬ বলে ৩৩ রান করেন ব্রেন্ডন কিং। ২৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক শাই হোপ। সমান বলে ৪৪ রানে অপরাজিত থাকেন রভম্যান।
বাংলাদেশের হয়ে তাসকিন ২টি ও রিশাদ ১টি উইকেট লাভ করেন।
১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেন তানজীম সাকিব। ২৭ বলের ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দু’টি বাউন্ডারিতে ২৫ বলে ২৮ রান করেছেন তাওহীদ হৃদয়। এছাড়াও ২০ রান করেছেন নাসুম।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে হোল্ডার ৩টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































