স্পোর্টস ডেস্ক:: এসএ গেমসের জন্য দেশের ক্রীড়া ফেডারেশনগুলো বিদেশী কোচের প্রতি ঝুঁকছে। সাঁতার ফেডারেশন এরই মধ্যে মিশলীয় কোচ সাঈদ ম্যাকডিকে নিয়োগ দিয়েছে। বক্সিং ফেডারেশনও বিদেশী কোচ আনছে। আগামি বছরের এসএ গেমসের জন্য প্রস্তুুতির কমতি রাখছে না ফেডারেশনগুলো।
এবার বিদেশী কোচের প্রতি ঝুঁকছে ব্যাডমিন্টন ফেডারেশনও। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ন্দোনেশিয়ান কোচ মাঙ্গারা তুয়াকে নিয়োগ দিয়েছে এসএ গেমসের জন্য। ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন বলেন, ‘ইন্দোনেশিয়ার কোচের সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত। মঙ্গল-বুধবারের মধ্যে তাকে ঢাকায় আনার চেষ্টা করব। এসএ গেমস পর্যন্ত তার সঙ্গে চুক্তি থাকছে।’
সাম্প্রতিকালে দেশের ব্যাডমিন্টনে বিদেশী কোচ খুব একটা দেখা যায়নি। সরকার পতনের পর এডহক কমিটি দায়িত্ব নেয়ার কয়েক মাসের মধ্যেই বিদেশি কোচ নিয়োগ নিয়ে সুমন বলেন, ‘মান উন্নয়ন করতে হলে প্রশিক্ষণ ও ভালো প্রশিক্ষকের বিকল্প নেই। পরিকল্পনা ছিল চীন থেকে কোচ আনার। সেটা ব্যয়বহুল এবং ভাষাগত সমস্যা থাকায় ইন্দোনেশিয়ান কোচ ঠিক করেছি। ইন্দোনেশিয়া বিশ্ব ব্যাডমিন্টনে বেশ সমাদৃত।’
ব্যাডমিন্টন ফেডারেশন আশাবাদী মাঙ্গারা ভালো মানের কোচ এবং তার মাধ্যমে শাটলাররা আন্তর্জাতিক অঙ্গনে সফল হবেন। ইন্দোনেশিয়ান কোচের পেছনে ফেডারেশনে মাসে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হবে। জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় ফেডারেশনের কোচের ব্যয় নির্বাহ করতে চায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০