স্পোর্টস ডেস্ক:: ফুটবলারদের জন্য সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি অ’র। তবে এই ব্যালন ডি’অরের তালিকায় এখন আর স্থান পান না ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো তারকা ফুটবলাররা। সেরা ফুটবলারদের এবারের প্রাথমিক তালিকায় নাম নেই এই দুই সেরা নক্ষত্রের।
ব্যালন ডি’অরের জন্য মনোনীত খেলোয়াড়দের ৩০ জনের তালিকায় এ নিয়ে টানা দ্বিতীয়বার নাম নেই রোনালদোর। এবার মেসিরও নাম নেই। অথচ পাঁচবার এই পুরস্কার জিতেছেন সিআর সেভেন। মেসিতো সর্বোচ্চ জয়ের ‘রেকর্ড’ এখনো নিজের করে রেখেছেন। আটবার জেতা আর্জেন্টাইন অধিনায়কও টানা দ্বিতীয়বারের মতো প্রাথমিক তালিকায় নেই।
দুই সেরা তারকা ছাড়া প্রাথমিক তালিকা নিয়ে তাই আলোচনা-সমালোচনা চলছে। রোনালদো জানিয়ে দিয়েছেন, এই তালিকায় আর আর আগ্রহ নেই। ব্যালন ডি’অরকে মনগড়া আখ্যা দিয়ে জানিয়েছেন তার অভিমত। ব্যালন ডি’অরের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী নিয়ে মন্তব্য করেছেন সি আর সেভেন। পর্তুগালে গতকাল প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারায় রোনালদোর দল আল নাসর। সৌদি ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করেন পর্তুগিজ তারকা।
ম্যাচ শেষে ‘স্পোর্ট টিভি পর্তুগাল’ ব্যাল ডি অ’র রিয়ে রোনালদোর কাছে জানতে চেয়েছিল, তিনি বলেন, ‘এটা আমার কাছে মনগড়া লাগে।’ এর আগেও আয়োজজকদের সমালোচনা করে তিনি। গত বছর ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি এ পুরস্কার জয়ের পর বিস্ময় প্রকাশ করেছিলেন রোনালদো। ফেবারিট হয়েও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি জিততে না পারায় এই ক্লাবের সাবেক ফরোয়ার্ড রোনালদো ক্ষোভ উগরে বলেছিলেন, ‘কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পুরস্কারটি ভিনিসিয়ুসের জেতা উচিত ছিল। অনেকবার আমার এটাই মনে হয়েছে এবং রাগ লেগেছে।’
আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০