স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ব্রাইটনকে কোনো সুযোগই দেয়নি আর্সেনাল। রোববার ২-০ গোলের সহজ জয় পেয়েছে তারা। এ জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে মিকেল আর্তেতার দল। দিনের আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২–১ ব্যবধানে হারিয়ে দুইয়ে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। ৩৭ পয়েন্ট নিয়ে তিনে থাকা লিভারপুল দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে।
ম্যাচের ৫৩ মিনিটে গোল করে ম্যাচে এগিয়ে যায় আর্সেনাল। বুকায়ো সাকার কর্নার থেকে পাওয়া বল জালে জড়ান আর্সেনালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। এরপর ৮৭ মিনিটে হাভার্টজের গোল গানারদের জয় নিশ্চিত করে। দুই হাফ মিলিয়ে আর্সেনাল ২৬টি শট নিয়েছে ব্রাইটনের পোস্টে। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে অন্তত কয়েক ঘণ্টার জন্য টেবিলের শীর্ষে উঠল আর্সেনাল। কারণ, আজ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুল জয় পেলে আবারো শীর্ষস্থানে উঠে যাবে অলরেডরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post