স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদো, গারিঞ্জা, লুইস ফিগো, ডেভিড বেকহ্যামের মতো তারকারা ৭ নম্বর জার্সিতে মাঠ মাতিয়েছেন। রিয়াল মাদ্রিদ গুরুত্বপূর্ণ এই জার্সি তুলে দিলো আক্রমণ ভাগের তরুণ সেনানী ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের হাতে। রিয়ালে ২০ নম্বর জার্সিতে খেলে আসা ভিনিসিউস এখন থেকে মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭ নম্বর জার্সিতেই খেলবেন।
ব্রাজিলিয়ান তারকার ২০ নম্বর পড়ে মাঠে নামবেন ফ্রান গার্সিয়া। ভায়োকানো থেকে আসা এই তারকাই এখন খেলবেন ২০ নম্বরের জার্সিতে। রিয়াল মাদ্রিদ জার্সি নম্বরে পরিবর্তন এনেছে আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোরও। মাঠের গুরুত্বপূর্ণ আরেক জার্সি নম্বর ১১। এখন থেকে ১১ নম্বর জার্সিতে মাঠে নামবেন রদ্রিগো।
রিয়াল ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া মার্কো অ্যাসেনসিওর ১১ নম্বর জার্সি রদ্রিগোর হাতে তুলে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। এই জার্সি পরে রিয়ালে খেলেছেন কিংবদন্তী পাকো হেন্তো।
কার্লো আনচেলত্তির স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠছেন ব্রাজিলিয়ান ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। গুরুত্বপূর্ণ জার্সি প্রদান করা তাদের দায়িত্বটাই বাড়িয়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post