স্পোর্টস ডেস্ক:: ২৪ বছর বয়সী এক ফুটবলারকে দলে টানতে ট্রান্সফার ফি’র ব্রিটিশ ‘রেকর্ড’ ভাঙতে যাচ্ছে আর্সেনাল। ওয়েস্টহ্যামের মিডফিল্ডার ডেকলান রাইসকে দলে নিতে আর্সেনাল ১০৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে। সঙ্গে বোনাসসহ অন্যান্য বিষয়তো থাকছেই।
ব্রিটিশ ফুটবলে এতো বিশাল পরিমাণ ট্রান্সফার ফি আগে কখনো হয়নি। আর্সেনালের সঙ্গে এই মিডফিল্ডারকে পাওয়ার লড়াইয়ে আছে ম্যানচেস্টার সিটিও। গানাররা যে কোনো মূল্যে ডেকলান রাইসকে নিজেদের শিবিরে ভেড়াতে চাইছে। আন্তর্জাতিক গণমাধ্যম এমন খবর দিয়েছে।
ব্রিটিশ ফুটবলে এর আগে ১০০ মিলিয়ন পাউন্ডে ট্রান্সফার হয়ে ‘রেকর্ড’ গড়েছিলেন জ্যাক গ্রিলিশ। ম্যানচেস্টার সিটি শত মিলিয়ন পাউন্ডে এই ফুটবলারকে দলে নিয়েছিলো। এবার ডেকলান রাইসকে পেতে আর্সেনাল ১০৫ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করতে যাচ্ছে।
ক্লাব ফুটবলে চলছে অদল-বদলের খেলা। নতুন মৌসুম শুরুর আগে ক্লাবগুলো নিজেদের শক্তিমত্তা বাড়িয়ে নিচ্ছে। পছন্দের ফুটবলারদের পেছনে ছুটছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post