স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ভারতীয় ফুটবলের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এক বিবৃতিতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ তুলে মাসের শুরুতে ফিফা সব ধরণের ফুটবলে ভারতকে নিষিদ্ধ করে। এরপর ভারতীয় ফুটবল ফেডারেশনে বসানো সুপ্রীম কোর্টের বিশেষ কমিটি সরিয়ে দেওয়া হয়। এরপরই ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
সোমবার ভারতের সুপ্রীম কোর্ট সে কমিটিকে সরিয়ে রায় দেন। এরপরই ভারতের ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সুনন্দ ধর ফিফাকে বিষয়টি জানিয়ে, নিষেধাজ্ঞা প্রত্রাহারের আবেদন করেন। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সরে যাওয়াতে ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলো।
ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়াতে ভারত এখন আগের মতোই আন্তর্জাতিক ফুটবলে ফিরবে। সাফে ভারতের নারী দলও খেলবে। এছাড়াও ভারতে অনুষ্টিত হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও যথা সময়ে শুরু হবে। আগামি ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারতে বসবে কিশোরীদের বিশ্বকাপ ফুটবল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০