স্পোর্টস ডেস্ক:: একদিন পরেই শুরু হচ্ছে এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগে ভারতীয় দল থেকে বাদ পড়া শ্রেয়াস আইয়ার মুখ খুলেছেন। এশিয়া কাপ টি-২০’র ভারতীয় দলে জায়গা হয়নি এই ব্যাটসম্যানের। টুর্নামেন্ট শুরুর আগে এ নিয়ে কথা বলেছেন আইয়ার।
দল ও একাদশে থাকার যোগ্যতা থাকার পরও দল থেকে বাদ পড়ায় হতাশ শ্রেয়াস আইয়ার। আইকিউওও ইন্ডিয়া পডকাস্টে নিজের হতাশা প্রকাশ করে তিনি বলেন, “এটা কেবল তখনই হতাশার, যখন তুমি জানো যে তুমি দলে ও একাদশে থাকার যোগ্য। তখনই সেটা হতাশার হয়।”
আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করছেন। তবুও ২০২৩ থেকে টি-২০ একাদশে সুযোগ মিলছে না তার। ২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়েছেন এবং ২০২৫ মৌসুমে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছেন। রানের মধ্যে থাকলেও নির্বাচকদের ভাবনায় নেই আইয়ার।
আইপিএলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন “যখন জানি কেউ নিয়মিত ভালো পারফর্ম করছে এবং দলের জন্য সর্বোচ্চটা দিচ্ছে, তখন তাকে সমর্থন করতে হয়। শেষ পর্যন্ত লক্ষ্য থাকে দলের জয়। আর দল যখন জেতে, তখন সবাই খুশি থাকে।”
সুযোগ না পেলেও চেষ্টা চালিয়ে যেতে হবে মন্তব্য করে আইয়ার বলেন, “যদি সুযোগ না পাও, তখনও তোমাকে সততার সাথে নিজের কাজ চালিয়ে যেতে হবে। শুধু কেউ দেখছে বলেই কাজ করা নয়। কেউ না দেখলেও কাজ চালিয়ে যেতে হবে। এটাই সততা।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০