নিজস্ব প্রতিবেদকঃ ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত দল। তবে এর আগে ভারত ‘এ’ দলও আসবে সফরে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল।
ভারত ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে। এই দলের অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর থেকে তিনিই ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন।
এছাড়া দলে রাখা হয়েছে জাতীয় দলেরই বেশ কয়েকজন তারকাকে। আছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাঈম হাসানের মতো ক্রিকেটাররা। তবে সবচেয়ে অবাক করা বিষয় ডাকা হয়নি জাকির হাসানকে। যিনি কিনা সবশেষ জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।
আগামী ২৯ নভেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম চার দিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ভারত ‘এ’ দল। পরবর্তীতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ নভেম্বর দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলতে নামবে দুই দল।
১৪ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ ও সুমন খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা