স্পোর্টস ডেস্কঃ আগামী ফেব্রুয়ারীতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এই আসর খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। নিরাপত্তা ইস্যুতে বিসিবি দল পাঠাবে না ভারতে, রোববার বিসিবির ১৭ জন পরিচালকদের নিয়ে হওয়া এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।গ্রুপ পর্বে বাংলাদেশের পরের তিনটি ম্যাচের দুটিও কলকাতায়, অন্যটি মুম্বাইয়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল।
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর সৃষ্ট পরিস্থিতিতে আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়ার পাশাপাশি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার ইচ্ছার কথাও জানানো হয়েছে। মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেয়ার পর বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচই ভারতে অনুষ্ঠিত হবে।
প্রথমে আইসিসিকে তিনটি বিষয়ে চিঠি দেয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত একটি দাবি জানিয়েছে বিসিবি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। যেখানে সিদ্ধান্ত হয়েছে, ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলবে না বাংলাদেশ। এছাড়াও বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের কথাও বলা হয়েছে চিঠিতে। বাংলাদেশ তাদের সবকটি ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চায়। আজ বিকেল ৩টা ২২ মিনিটে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/০০/১১০
































