স্পোর্টস ডেস্ক:: আজ রাতেই ঢাকায় আসছে বিরাট কোহলি-রোহিত শর্মাদের ভারতীয় দল। প্রতিপক্ষরা ঢাকায় আসার আগেই ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
অনুশীলনে চোট পাওয়ায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়ছেন অধিনায়ক। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের কোনো ম্যাচই খেলার সম্ভাবনা তার নেই। আজ বৃহস্পতিবার রাতেই ঢাকায় আসবে সফরকারী ভারতীয় দল।
তামিম ইকবাল কুঁচকির ইনজুরিতে পড়েছেন। পেসার তাসকিনও ছিটকে গেছেন ওয়ানডে সিরিজ থেকে। তার পুরনো চোট ফিরেছে। ব্যাটিং এবং বোলিংয়ে দুই ভরসার জায়গা হারালো বাংলাদেশ দল। তাদের রিপ্লেস হিসেবে কারা আসছেন ওয়ানডে দলে সেটি অবশ্য এখনো নিশ্চিত করেনি ক্রিকেট বোর্ড।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ ডিসেম্বর। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি অনুষ্টিত হবে। দ্বিতীয় ম্যাচটি ৭ ডিসেম্বর হবে একই ভেন্যুতে। সিরিজের শেষ ম্যাচটি ১০ ডিসেম্বর হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাগরিকায় প্রথম টেস্টের পর ঢাকায় হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপরই সফরকারী ভারতীয় দল ঢাকা ত্যাগ করবে।
সিরিজ শুরুর আগে তামিম ইকবাল ইনজুরিতে পড়ায় চিন্তা বেড়ে গেলো বাংলাদেশের। এমনিতেই ওপেনিং নিয়ে অস্বস্তিতে আছেন টাইগার টিম ম্যানেজম্যান্ট। তার মধ্যে আবার অধিনায়ক ও দেশসেরা ওপেনারের চোটে বিপাকে পড়তে হচ্ছে বাংলাদেশকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/ডেস্ক/০০