স্পোর্টস ডেস্কঃ দুয়ারে কড়া নাড়ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী মাসেই মাঠে গড়ানোর অপেক্ষায় টুর্নামেন্টটি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত ও শ্রীলঙ্কায় আয়োজন হবে এবারের বিশ্বকাপ। ইতোমধ্যে আইসিসি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। অংশগ্রহণকারী দলগুলোও তাদের খেলোয়াড়দের নামের তালিকা আইসিসির কাছে জমা দিয়েছে। তবে এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে চায় না! ইতোমধ্যে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।
আগামী ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।গ্রুপ পর্বে বাংলাদেশের পরের তিনটি ম্যাচের দুটিও কলকাতায়, অন্যটি মুম্বাইয়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল।
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর সৃষ্ট পরিস্থিতিতে আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়ার পাশাপাশি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার ইচ্ছার কথাও জানানো হয়েছে। মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেয়ার পর বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে বিসিবির আবেদনের ব্যাপারে আইসিসি ইতিবাচক বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সাইটটি নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানায়, রোববার (৪ জানুয়ারি) পর্যন্ত আইসিসি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বা আনুষ্ঠানিক কোনো বৈঠকও করেনি। তবে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেয়ার ব্যাপারেও বিমুখ নয় আইসিসি। আগামী এক-দুদিনের মধ্যে এ বিষয়ে আইসিসির কাছ থেকে সিদ্ধান্ত আসতে পারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/০০/১১০
































