স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ডারবানের কিংসমিডে টানা বৃষ্টিতে টসই হতে পারেনি।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে আগামী মঙ্গলবার, গেবেখার (আগের পোর্ট এলিজাবেথ) সেন্ট জর্জেস পার্কে। এর আগে আজ বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। তার আগে থেকে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ফলে টসই হতে পারেনি। প্রায় দুই ঘন্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
দক্ষিণ আফ্রিকা ও ভারতের টি-টোয়েন্টি সিরিজ সূচি:
প্রথম টি-টোয়েন্টি- ১০ ডিসেম্বর- ডারবান (পরিত্যক্ত)
দ্বিতীয় টি-টোয়েন্টি- ১২ ডিসেম্বর- জর্জেস পার্ক
তৃতীয় টি-টোয়েন্টি- ১৪ ডিসেম্বর- জোহানেসবার্গ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post