স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে বাংলাদেশকে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত। তবুও বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না ভারতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের সিদ্ধান্তের অনড়ই থাকছে। নিরাপত্তার শঙ্কায় টাইগাররা নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চায়।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ব্যবসায়িক ক্ষতি এড়াতে বাংলাদেশকে নিজেদের দেশেই নিতে চায় ভারত। আর সেজন্য বিসিসিআই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে প্রস্তাব দিয়েছে, টাইগারদের রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার।
নিরাপত্তা সঙ্কটের জন্য মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে দুই দেশের টানাটানি চলছে। ভারতের কিছু রাজনৈতিক ও উগ্র ধর্মীয় সংগঠনের হুমকির মুখে ভারত মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়। এরপরই প্রশ্ন উঠেছে কলকাতা বা মুম্বাইয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশ দল কতটা নিরাপদ থাকবে? যেখানে এক মোস্তাফিজের নিরাপত্তা নেই, সেখানে খেলোয়াড়, কোচ ও সংবাদকর্মীসহ বিশাল বহরের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































