Home ক্রিকেট এশিয়া কাপ ক্রিকেট ভারত ম্যাচের আগে আরেক পেসারকে হারালো পাকিস্তান

ভারত ম্যাচের আগে আরেক পেসারকে হারালো পাকিস্তান

0

স্পোর্টস ডেস্ক:: সামনেই ভারত। এশিয়া কাপে দুই দলের মুখোমুখি হওয়ার আগে দুশ্চিন্তা বাড়লো পাকিস্তানের। শাহিন শা্হ আফ্রিদী আগেই ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। এবার অনুশীলনে চোট পেয়েছেন আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

দলের সেরা বোলিং অস্ত্র আফ্রিদীকে হারানোর পর বাবর আজমরা হারিস রউফ, মোহাম্মদি ওয়াসিম জুনিয়র, হাসনাইন, শাহনেওয়াজ ও নাসিম শাহদের উপর নির্ভর করছেন। তার মধ্যে ওয়াসিম কিছুটা অভিজ্ঞ ছিলেন। একাদশে তার সুযোগ পাওয়াটাও এক প্রকার নিশ্চিত।

অথচ বৃহস্পতিবার অনুশীলনে চোটে পড়েছেন এই পেসার। তার পিটে ব্যাথা অনুভব হচ্ছে। ইতিমধ্যে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে। তবে একটি সূত্র জানিয়েছে, পিসিবি কোনো ঝুঁকি নিতে চাইছে না। সামনেই বিশ্বকাপ। তাই ওয়াসিমকে এশিয়া কাপে আর নাও খেলাতে পারে দলটি।

ক্রিকইনফো জানিয়েছে, ২৫ আগস্ট বৃহস্পতিবার অনুশীলনের সয় পিটে ব্যাথা পান ওয়াসিম। তবে চোট কতটা গুরুতর তা জানা যায়নি। এমআরআই পরীক্ষা শেষেই জানা যাবে, এশিয়া কাপে তিনি আদৌ খেলবেন কিনা।

পাকিস্তান দল:: বাবর আজম, শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমদ, শুশদিল শাহ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনেওয়া ধানি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও উসমান কাদির।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোর.ডটকম/নিপ্র/ডেস্ক/০০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version