স্পোর্টস ডেস্কঃ কমনওয়েলথ গেমসে বড় কোনো চমক দেখাতে পারেননি মাবিয়া আক্তার সীমান্ত। দেশসেরা এই ভারোত্তোলক পদক লড়াইয়ে খুব একটা সুবিধা করতে পারেননি। ১২ জন প্রতিযোগীর মধ্যে অষ্টম স্থানে থেকে শেষ করেছেন তিনি।
বার্মিংহ্যামে চলমান কমনওয়েলথের আসরে সোমবার খেলতে নামেন মাবিয়া। মেয়েদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৭৮ ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৩ কেজি তুলতে সমর্থ হন। দুটি মিলিয়ে যার পরিমাণ দাঁড়ায় ১৮১ কেজি।
এই ইভেন্টে মোট ২৩১ কেজি ওজন তুলে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন কানাডার মৌড শ্যারন। ২১৬ কেজি ওজন তুলে রৌপ্য জিতেছেন অস্ট্রেলিয়ার সারাহ মৌরিন। আর ২১২ কেজি ওজন তুলে ব্রোঞ্জপদক জিতেছেন নাইজেরিয়ার ইসলামিয়াত আদেবুকোলা।
এর আগে ২০১৮ সালে গোল কোস্ট কমনওয়েলথ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণিতে খেলেন মাবিয়া। সেবার সব মিলিয়ে ১৮০ কেজি ওজন তুলে ষষ্ঠ হয়েছিলেন। এবার মাত্র ১ কেজি ওজন বেশি তুলেই সন্তুষ্ট থাকতে হলো এসএ গেমসে টানা দুই স্বর্ণজয়ী মাবিয়াকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা