স্পোর্টস ডেস্কঃ গত ওয়ানডে বিশ্বকাপে হেডিংলিতে যখন লড়ছিল আফগানিস্তান-পাকিস্তান। তখন মাঠের বাইরে মারমারি করেছিলেন দুই দলের দর্শকরা। মাঠের বাইরের সেই হাঙ্গামা শেষ পর্যন্ত গ্যলারিতেও ছড়িয়ে পড়েছিল। তিন বছর আগের সেই স্মৃতি আবার ফিরল এশিয়া কাপে।
গত বুধবার এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচের শেষ ওভারে জয়ী হয় পাকিস্তান। শেষ ওভারে এসে হার, এই বিষয়টা সহজভাবে নিতে পারেনি মাঠে উপস্থিত আফগানরা। মেজাজ হারিয়ে মাঠে উপস্থিত পাকিস্তানি দর্শকদের মারতে থাকে তারা। শারজাহর গ্যালারির চেয়ার তুলে নিয়ে পাকিস্তানি দর্শকদের দিকে ছুড়ে মারতে দেখা যায় তাদের। এমনই ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় আফগান দর্শকদের ছুড়ে মারা চেয়ার শরীরে আঘাত হানছে পাকিস্তানিদের।
এ ঘটনায় সব মিলিয়ে ৩৯১ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে ৯৭ জন দর্শককে নেয়া হয়েছে মাঠের অবকাঠামোর ক্ষতি করার কারণে। এ ছাড়া ১১৭ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে প্রতিপক্ষ সমর্থকদের আক্রমণের দায়ে। স্থানীয় সংবাদমাধ্যম নিউজওয়্যার জানাচ্ছে, গ্রেপ্তারকৃতদের ওপর বড় শাস্তিই নেমে আসতে যাচ্ছে। বড় অঙ্কের জরিমানা তো আছেই, ভিসা বাতিলসহ আজীবনের জন্য আরব আমিরাতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে সেই সমর্থকদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০