স্পোর্টস ডেস্কঃ মাঠের খেলায় বাজে সময় পার করছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। দলটি টানা পাঁচ ম্যাচ ধরে জয়ের দেখা পাচ্ছে না। উয়েফা নেশন্স লিগে অবনম হয়েছে দ্বিতীয় স্তরে। অথচ সামনেই বিশ্বকাপ। আর মাস দুয়েক বাকি।
এর মাঝে এমন পারফম্যান্স ভাবাচ্ছে সমর্থকদের। তবে ইংল্যান্ড দলের কোচ সাউথগেট এখনই আশা ছাড়তে চান না। নেশন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার জার্মানির বিপক্ষে খেলতে নামবে ইংলিশরা। আর সেই ম্যাচের আগে কোচ জানিয়েছেন, সামনে আরও ভালো দিন অপেক্ষা করছে। এখনই ভয় পাওয়ার কিছু নেই।
সাউথগেট বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। এই ফলাফলগুলো খারাপ। তবে আমাদের সামনে ভালো কিছু অপেক্ষা করছে। আমরা যে মানের ফুটবল খেলতে চাই এবং আমাদের যে অবস্থায় থাকা দরকার, সে অনুযায়ী ফল আসেনি।’
উল্লেখ্য, আজ রাতে মুখোমুখি লড়াইয়ে নামবে জার্মানি ও ইংল্যান্ড। ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে রাত ১২.৪৫টায় শুরু হবে ম্যাচ। লিগ ‘এ’র গ্রুপ ৩’এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই তারকা দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা