স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি জিতেছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইলো তারা।
রোববার দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ হারের আশঙ্কা নেই নিউজিল্যান্ডের। সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নেয় কিউইরা। তৃতীয় ম্যাচের ফলাফল যাই হোক না কেন, সিরিজ হারের সম্ভাবনা নেই স্বাগতিকদের। ভারত যদি তৃতীয় ম্যাচে জয় তুলে নেয়, তবে সিরিজ ড্র করে ফিরতে পারবে তারা।
হ্যামিল্টনে আজ টস হেরে ব্যাট করতে নেমে ভারত ১২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৯ রান করার পর বৃষ্টি হানা দেয়। ষষ্ঠ ওভারে অধিনায়ক শিখর ধাওয়ান প্যাভিলিয়নে ফেরেন দলের একমাত্র ব্যাটার হিসেবে। এরপর থেকে অবিচ্ছিন্ন জুটিতে দলকে এগিয়ে নিচ্ছেন ওপেনার শুভমান গিল ও টপ অর্ডারে খেলতে নামা সূর্যকুমার যাদব।
গিল ৪২ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৫ রান করে অপরাজিত ছিলেন। তাঁকে সঙ্গ দেন ২৫ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৩৪ রান করা সূর্যকুমার যাদব। ক্রাইস্টচার্চে আগামী ৩০ নভেম্বর হবে দু’দলের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০