স্পোর্টস ডেস্ক:: মাত্রই দু’দিন আগে পুরো বাংলাদেশ চেয়েছে শ্রীলঙ্কার জয়। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশ দলের ক্রিকেটাররাতো লঙ্কানদেরই জয় চেয়ে ছিলেন। পুরো বাংলাদেশ ছিলো লঙ্কানদের সমর্থক। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেই সম্পর্কে ছেদ পড়েছে। এবার লঙ্কানদেরই হারাতে চায় বাংলাদেশ।
আব্দুল জব্বারের সেই বিখ্যাত ‘শত্রু তুমি, বন্ধু তুমি’র যেনো বাস্তব চিত্র। দুবাইয়ে আজ এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে এই লঙ্কানদের কাছেই বিধ্বস্ত হয়েছিলো লিটন দাসের দল। এরপর সেই লঙ্কানদের পরম বন্ধুত্বের ছোঁয়ায় বাংলাদেশ উঠে আসে সুপার ফোরে। শ্রীলঙ্কা যদি আফগানদের কাছে কোনো ভাবে হেরে যেতো, তবে বাংলাদেশকে বাড়ী ফিরতে হতো। নীট রানরেটে পিছিয়ে থাকায় টাইগারদের খেলা হতো না সুপার ফোরে। আফগানিস্তান ও শ্রীলঙ্কা খেলতো সুপার ফোরে।
তবে শ্রীলঙ্কা শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন পূরণ করে। দু’দিন আগে বাংলাদেশের পরমতম বন্ধু হয়ে উঠা লঙ্কানরা আজ শত্রু। লঙ্কানদের হারিয়েই সুপার ফোরের যাত্রা শুরু করতে চায় টাইগাররা। টি-২০ তে শ্রীলঙ্কার সাথে মুখোমুখি লড়াইয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২৩টি ম্যাচে বাংলাদেশ কেবল জিতেছে ৮টি ম্যাচ।
তবে সবশেষ পরিসংখ্যান বাংলাদেশকে সাহস যোগাবে। লঙ্কানদের বিপক্ষে তাদের ঘরের মাটিতে সিরিজ জয় করেছে বাংলাদেশ। শেষ ৫ টি-২০’র তিনটিতে জিতেছে টাইগাররা। যদিও এই এশিয়া কাপের গ্রুপ পর্বেই বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ দল। তবুও আজ দুবাইয়ে দারুণ কিছু করার প্রত্যাশায় থাকবে টাইগাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০