স্পোর্টস ডেস্ক:: প্রায় ১৭ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজের জন্য জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ব্লেসিং মুজারাবানি। সবশেষ ২০০৩-০৪ সালে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া সফর করেছিলো।
বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সিরিজে জিম্বাবুয়ে দলে পায়নি মুজারাবানিকে। চোট কাটিয়ে তিনি অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই দলে ফিরছেন। দুই দলের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামি ২৮ আগস্ট থেকে।
জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন অস্ট্রেলিয়া সিরিজেও নেই। তার অনুপস্থিতে অজিদের বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রেগিস চাকাভা। চোটে থাকায় দলে নেই ওয়েলিংটন মাসাকাদজা, মিল্টন শুম্বা, টেন্ডাই চাতারা।
জিম্বাবুয়ে দল:: রেগিস চাকাভা (অধিনায়ক), ব্র্যা ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রায়ান বার্ল, লুক জঙ্গে, ক্লাইভ মাদান্ডে, তাকুদজওয়ানাশে, ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিওঙ্গা, রিচার্ড এগারাভা, সিকান্দার রাজা, ভিক্টর নায়উচি, শন উইলিয়ামসন ও ব্লেসিং মুজারাবানি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০