নিজস্ব প্রতিবেদক:: জাতীয় লিগ ক্রিকেটের টি-২০ ফরম্যাটের জন্য সিলেট বিভাগীয় দল ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের তারকা মুশফিকুর রহিমকে নিয়ে ঘোষনা করা দলে আছেন পরিচিত সব মুখই। অধিনায়কত্বের দায়িত্ব থাকছে জাকির হাসানের হাতেই। দলনেতার সাথে ইনিংস উদ্বোধনে জায়গা পেয়েছেন মিজানুর রহমান সায়েম।
এশিয়া কাপের জন্য জাতীয় দলে থাকা নাসুম আহমদ, জাকের আলী অনিক, তানজীম হাসান সাকিবরা আছেন স্যান্ডবাই তালিকায়। তরুণ ব্যাটসম্যান মাজহারুল হক মাজেদ, রিয়াদরাও আছেন স্ট্যান্ডবাই তালিকায়।
ব্যাটিংয়ে সিলেটের ‘ভরসা’ অমিত হাসান, আসাদুল্লাহ আল গালিবের সঙ্গে আছেন তরুণ ব্যাটসম্যান তাওহীদুল ইসলাম ফেরদৌস ও মুবিন আহমদ দিশান। স্পনি অলরাউন্ডার রাহাতুল ফেরদৌস জাবেদ দলে সুযোগ পেয়েছেন ব্যাটসম্যান হিসেবেই।
সিলেটের বোলিং আক্রমণে আছেন আবুদ জায়েদ রাহী, এবাদত হোসেন, নাবিল সামাদ, নাঈম হোসেন সাকিব, রেজাউর রহমান রাজা ও খালেদরা।
সিলেট বিভাগীয় দল:: জাকির হাসান, মিজানুর রহমান সায়েম, মুশফিকুর রহিম, অমিত হাসান, আসাদুল্লাহ আল গালিব, তাওহীদুল ইসলাম ফেরদৌস, মুবিন আহমদ দিশান, রাহাতুল ফেরদৌস জাবেদ, নাবিল সামাদ, নাঈম হোসেন সাকিব, আবু জায়েদ রাহী, শাহনুর রহমান, এবাদত হোসেন চৌধুরী, রেজাউর রহমান রাজা ও সৈয়দ খালেদ আহমদ।
স্ট্যান্ডবাই: তৌফিক খান তুষার, মাজহারুল হক মাজেদ, আশরাফুল হোসেন রিয়াদ, ওয়াসিফ আকবর, মহীউদ্দিন তারেক, তানজীম হাসান সাকিব, নাসুম আহমদ ও জাকের আলী অনীক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































