স্পোর্টস ডেস্ক:: ‘বাংলাদেশী’ ক্রিকেটার হওয়ায় মুস্তাফিজুর রহমান এবার আর খেলতে পারছেন না আইপিএল। কলকাতা নাইট রাইডার্স চড়া দামে এই ক্রিকেটারকে কিনলেও তাকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে ভারতীয় বোর্ড বিসিসিআই। ভারতের বোর্ড জানিয়েছে, বাংলাদেশের এই ক্রিকেটার আইপিএল খেলতে পারবেন না।
সম্পত্রি দেশটিতে বাংলাদেশ বিরোধী আন্দোলনের মুখে বিসিসিআই এমন সিদ্ধান্ত নিলো। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে কলকাতা রাইট রাইডার্সকে। সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে পরিবর্তিত খেলোয়াড় নিতে বলেছে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এমন সংবাদ দিয়েছে। বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া পিটিআইকে বলেছেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে, বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে যে তারা তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে মুক্তি দেবে। এছাড়া, যদি তারা কোনো পরিবর্তন বা বদলি কাউকে চায়, বিসিসিআই সেটি অনুমোদন করবে।’
বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজকে দলে নেওয়ার কারণে তোপের মুখে পড়েন কেকেআরের মালিক শাহরুখ খান। এই ইস্যুতে বলিউড তারকাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন একাধিক হিন্দু ধর্মগুরু ও বিজেপি নেতা। পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেস বিষয়টিকে ভারতের বহুত্ববাদে আঘাত বলে আখ্যা দিয়েছে।
বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ভারতবিরোধী কর্মকাণ্ডে জড়িত একটি দেশের খেলোয়াড়ের পেছনে বিনিয়োগ করা হচ্ছে। এএনআইকে দেওয়া বক্তব্যে সোম বলেন, যেকোনো মূল্যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হবে না এবং তিনি নাকি বিমানবন্দর থেকেই বেরোতে পারবেন না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































