স্পোর্টস ডেস্কঃ শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করে প্রায় ২০ ঘণ্টা ভ্রমণ করে শনিবার স্থানীয় সময় রাতে সাড়ে ১০ টার দিকে মেলবোর্নে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভ্রমণ ক্লান্তির জন্য রোববার কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা খেলোয়াড়দের হোটেলেই জিম আর রিকভারি সেশন করিয়েছেন। আজ (সোমবার) প্রথমবারের মতো মাঠে খেলোয়াড়দের করিয়েছেন উইথবল অনুশীলন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মেলবোর্নের ইয়ারাভিলে গ্লোরি ফুটবল ক্লাব মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ।
২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের ‘আই’ গ্রুপে আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হবে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায়। সে সময় আবহাওয়া ১০–১১, কখনোবা ৭–৮ ডিগ্রিতেও নেমে আসে। তবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, ‘আবহাওয়া ঠান্ডা হলেও স্টেডিয়ামের ভেতর তার প্রভাব কম থাকবে। খেলোয়াড়েরা সবাই শতভাগ ফিট আছে। তারা ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।’
জামাল আরও বলেন, ‘এখানে আসার দুইদিন পর প্রথমবার অনুশীলন করলাম। বেশ ভালো লাগছে। পুরো দলই অনুশীলন করেছি। আবহাওয়া একটু ঠাণ্ডা। অনেকেরই ঠাণ্ডা লেগেছে। যদিও আমি আর তারিক কাজীর কোনো সমস্যা হচ্ছে না। এ রকম আবহাওয়ার সঙ্গে আমরা পরিচিত। এখানে আমাদের খেলা রাত ৮ টায়। ওই সময় আরো থাকবে। দলের সবাই আত্মবিশ্বাসী এবং ম্যাচের জন্য সবাই শতভাগ প্রস্তুত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post