স্পোর্টস ডেস্ক:: যুক্তরাষ্ট্র ও কানাডায় চলছে লিগস কাপ ২০২৫ এর খেলা। মেজর লিগ সকার ও মেক্সিকান ক্লাবগুলোর মধ্যকার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৩৬টি দল। খেলছে লিওনেল মেসির ইন্টার মিয়ামিও। এই টুর্নামেন্টের একজন রেফারিকে দেওয়া হয়েছে হত্যার হুমকি। গত শুক্রবার মুখোমুখি হয়েছিল কানাডিয়ান ক্লাব এফসি সিনসিনাটি ও মেক্সিকান ক্লাব মন্টেরে। ম্যাচ পরিচালনা করেছিলেন কাটিয়া ইটজেল গার্সিয়া নামের এক মেক্সিকান নারী রেফারি।
মন্টেরে ও এফসি সিনসিনাটির মধ্যকার ওই ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্ত দেন রেফারি গার্সিয়া। ভিএআর রিভিউ দেখে সিনসিনাটির এক গোলকে বৈধ ঘোষণা করেছিলেন গার্সিয়া, যা ছিল ম্যাচের ফল নির্ধারণী গোল। ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে যায় সিনসিনাটি, হারে মেক্সিকান ক্লাব মন্টেরে। এরপরই শুরু হয় সমালোচনা।
ম্যাচ শেষে ওই ম্যাচের নারী রেফারিকে সামাজাকি যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়। গার্সিয়া তাকে হুমকি দেওয়া বার্তাগুলো ইনস্টগ্রামে প্রকাশ করেন। তাতে লেখা ছিলো, ‘তুমি মারা যাবে… মেক্সিকোর নিয়ন্ত্রণে আমরাই। তাই বেশি লুকিয়ে থেকো না… কোনো কথা বা তারিখ অসম্পন্ন থেকে যায় না।’ আরেকটিতে বলা হয়েছিল, ‘আমরা তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো।’
গার্সিয়া এই হুমকির জবাবে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেন, ‘মেক্সিকো একটি এমন দেশ, যেখানে প্রতিদিন গড়ে ১০ জন নারী এবং ৯১ জন মানুষ খুন হন। এই সহিংসতাকে আমরা আর স্বাভাবিকভাবে নিতে পারি না। আমি সব ধরনের সহিংসতা কঠোরভাবে প্রত্যাখ্যান করি।’
গার্সিয়া অবশ্য ফুটবল কর্তাদের তার পাশে পেয়েছেন। ফিফা, কনকাকাফ, মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)ও মন্টেরে ক্লাব এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে রেফারিদের নিরাপত্তা এবং খেলায় সহিংসতা নির্মূলের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘রেফারি ছাড়া ফুটবলই চলে না, তাই তাদের সুরক্ষা ও মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল হোক বা সমাজ, কোনো ধরনের সহিংসতা, বৈষম্য কিংবা অপব্যবহার সহ্য করা যায় না। মেক্সিকান ফুটবল ফেডারেশন ও কনকাকাফের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে ফিফা এবং যারা এই হুমকি দিয়েছে, তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০