স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (শুক্রবার) লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে ডাচ দলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক সতর্ক হতে বলেছেন সতীর্থদের। তার মতে, মেসি মানেই আর্জেন্টিনা নয়। দলটির বিপদ ঘটানোর মতো আরও খেলোয়াড় আছেন।
বর্তমান সময়ের সেরা ডিফেন্ডারদের একজন ডাইক বলেন, ‘মেসি সর্বকালের সেরা ফুটবলারদের একজন। তার বিপক্ষে খেলা সম্মানের। তবে ম্যাচটা মেসি বনাম ফন ডাইকের নয়। মেসি বনাম নেদারল্যান্ডসও নয়। ম্যাচটা হবে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনার। তাদের দলে আরও খেলোয়াড় আছেন যারা বিশ্বমানের।’
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের সবশেষ দেখা হয়েছিল ২০১৪ বিশ্বকাপের সেমি-ফাইনালে। সেবার মূল লড়াইয়ে মেসিকে ভালোভাবেই আটকে রাখতে পেরেছিল ডাচরা। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা। তবে এবার মেসিকে আটকাতে সেরা পরিকল্পনা নিয়ে নামতে হবে বলে জানিয়েই দিলেন ফন ডাইক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০