স্পোর্টস ডেস্কঃ ১৯৮৬ সালে কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর আর শিরোপা পাওয়া হয়নি আর্জেন্টাইনদের। এরপর ১৯৯০ সালে পশ্চিম জার্মানী ও ২০১৪ সালের ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয় আলবেসেলিস্তেদের। এবারের আসরে শিরোপার দাবিদারদের একটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
এবারের বিশ্বকাপ হার দিয়ে শুরু করা আর্জেন্টিনা দারুণভাবে ফিরে এসেছে। গ্রুপ পর্বের বাকি ২ ম্যাচ দাপটের সঙ্গে জিতে নকআউটে জায়গা করে নেয় তারা। সেখানে অস্ট্রেলিয়াকে বিদায় করে জায়গা করে নেয় শেষ আটে। আগামী শনিবার সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আলবেসেলিস্তেরা।
সুইডিশ কিংবদন্তি জ্লাতন ইব্রাহিমোভিচ জানিয়েছেন, লিওনেল মেসির হাতে শিরোপা দেখতে চান তিনি। ৪১ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড এক সময় মেসির সঙ্গে খেলেছেন। সম্প্রতি ‘৪৩৩’তে দেওয়া এক সাক্ষাৎকারের এক পর্যায়ে ইব্রা বলেন, ‘আশা করি আর্জেন্টিনা মেসির জন্য হলেও এবারের বিশ্বকাপটা জিতবে।’
এদিকে মেসির হাতে বিশ্বকাপের শিরোপা দেখতে চান ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা উসাইন বোল্টও। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতবে বলেই আশা জ্যামাইকান তারকার। অলিম্পিকে স্বর্ণজয়ী সাবেক স্প্রিন্টার সম্প্রতি বলেন, ‘আর্জেন্টিনা আমার প্রিয় দল। আমি চাই ওরই এবার বিশ্বকাপ জিতুক। মেসির জন্য হলেও এবার আর্জেন্টাইনদের ভালো খেলা উচিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০