স্পোর্টস ডেস্ক:: মৌসুম সেরা ফুটবলার হলেন কিলিয়ান এমবাপে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে পেছনে ফেলে লিগ ওয়ানের সেরা খেলোয়াড় হয়েছে ফরাসি এই তারকা।
লিগ ওয়ানে পিএসজির জার্সিতে মেসি এবং নেইমারের চেয়ে প্রায় দ্বি-গুণ গোল করেছেন এমবাপে। মৌসুমে এখন পর্যন্ত তিনি ২৮ গোল করেছেন। এই মৌসুমের সর্বাধিক গোলদাতা তিনি। তার নিকটতম প্রতিদ্বন্ধী লিওনেল মেসি করেছেন ১৬টি গোল। নেইমারের নামের পাশে ১৩টি গোল। যদিও ইনজুরির কারণে অনিয়মিত ব্রাজিলিয়ান তারকা।
এমবাপে-মেসিদের নৈপুণ্যে লিগ ওয়ানের শিরোপাও জিতেছে পিএসজি। ফরাসি এই তারকা ক্লাব বা জাতীয় দল সবখানেই সেরাদের সেরা, গোল স্কোরার তিনি। ফ্রান্সকে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনাল খেলিয়েছেন। কাতার বিশ্বকাপে মেসিদের কাছে টাইব্রেকারে হেরে তার দ্বিতীয় বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়।
এই মৌসুম লিগ ওয়ানের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় এমবাপে টানা চতুর্থবার জিতলেন এই পুরস্কার। ফরাসি জায়ান্টদের সাফল্যের অন্যতম কারিগরও তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post