নিজস্ব প্রতিবেদকঃ সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দর্শকের জোয়ার দেখা গিয়েছিল সিলেটে। তবে ম্যাচের সংখ্যা থাকায় ক্ষোভ ঝাড়েন ক্রিকেটপ্রেমীরা। যদিও সেই সময়ে আশ্বাস মিলেছিল নিয়মিত খেলা হবে, বিপিএলেও ম্যাচের সংখ্যা বাড়বে। এবার সেটাই হতে যাচ্ছে।
বিপিএলে বেশি ম্যাচ পেয়েছে সিলেট। চায়ের শহরে এবার ছয় দিন ক্রিকেট উৎসবে মাতবেন সমর্থকরা। এই ছয়দিনে মোট খেলা হবে ১২টি ম্যাচ। এর আগে সর্বোচ্চ পাঁচ দিন খেলা হয়েছিল সিলেটে, দশ ম্যাচ পেয়েছিল লাক্কাতুরার নয়নাভিরাম মাঠ। তবে সেই ম্যাচের সংখ্যা বেড়েছে।
সমর্থকদের জন্য আরও একটি দারুণ সংবাদ যে, এই ছয় দিনের মধ্যে পাঁচ দিনই মাঠে নামবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। যার কিনা গেলবার প্রথম আসরে এসেই বাজিমাত করেছিল। ফাইনালে গিয়ে হারে মিস করেছিল শিরোপা। তবে মাশরাফী-শান্তরা ঝলক দেখিয়েছিলেন। মাঠের বাইরের কর্মকান্ডেও মুগ্ধ করেছেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।
এবার বিপিএলের শুরুর দিকে ঢাকায় প্রথম পর্বে চার দিনের খেলা শেষে দ্বিতীয় পর্বেই সিলেটে খেলা চলে আসবে। অন্যান্যবার ঢাকায় প্রথম পর্বের পর, দ্বিতীয় পর্বে চট্টগ্রাম এরপর আবার ঢাকা হয়ে সিলেটে খেলা আসে। তবে সেটি হচ্ছে না এবার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে ম্যাচ। ২৬ জানুয়ারি, শুক্রবার প্রথম দিনে প্রথম ম্যাচে স্বাগতিক রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স মুখোমুখি লড়াইয়ে নামবে। দিনের দ্বিতীয় ম্যাচে রাতে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এরপর যথাক্রমে ২৭ জানুয়ারি, ২৯ জানুয়ারি, ৩০ জানুয়ারি, ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি সিলেটের মাঠে গড়াবে খেলা। মাঝে ২৮ জানুয়ারি বিরতি থাকবে, বিরতি থাকবে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।
এর আগে ঢাকায় ১৯ জানুয়ারি পর্দা উঠবে টুর্নামেন্টের। ফাইনালের মধ্যে দিয়ে ৪৬ ম্যাচের আসর শেষ হবে ১ মার্চ। প্রায় দেড় মাস ব্যাপী চলা ৪৬ ম্যাচের টুর্নামেন্টে প্রতিদিন প্রথম ম্যাচ দুপুর দেড়টায় শুরু হবে। আর রাতের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে শুক্রবারের দিনগুলোতে দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায় আর রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। এবার ঢাকা, সিলেট ও চট্টগ্রাম তিন ভেন্যুতেই হবে খেলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post