নিজস্ব প্রতিবেদক:: সজীবের অলরাউন্ড পারফরম্যান্সে সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে বড় জয় পেয়েছে জিমখানা। শিরোপা প্রত্যাশীরা উড়িয়ে দিয়েছে অনির্বান ক্রীড়া চক্রকে। সিলেট জেলা স্টেডিয়ামে সজীবের অলরাউন্ড পারফরম্যান্সে জিমখানা জিতেছে ১২৭ রানের বিশাল ব্যবধানে।
আগে ব্যাট করতে নামা জিমখানা সজীব ও মুন্নার ব্যাটে ২১১ রান তুলতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নামা অনির্বান ক্রীড়া চক্র সজীব, রাহিন ও মুন্নার বোলিং তোপে মাত্র ৮৪ রানেই গুটিয়ে যায়।
টস হেরে ব্যাট করতে নামা জিমখানা মুন্না, সজীব, সাঈদ ও ইফাজের ব্যাটে চড়ে ৪৪.৫ ওভারে ২১১ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন মুন্না। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন ম্যাচ সেরা হওয়া সজীব। ৩৩ রান আসে সাঈদের ব্যাট থেকে। ২৯ রান করেন ইফাজ।
অনির্বান ক্রীড়া চক্রের হয়ে সাকিব ৩টি, শাহনুর ও ফাহাদ ২টি করে উইকেট লাভ করেন।
২১২ রানের টার্গেটে ব্যাট করতে নামা অনির্বান ক্রীড়া চক্র জিমখানার বোলিং তোপে ২৫.২ ওভারে ৮৪ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন আরিয়ান। দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন আনু।
জিমখানার হয়ে কামরুল ৪টি, রাহিন ৩টি ও সজীব ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০






























