স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেড গত মৌসুমে লোকসান গুণেছে ১১ কোটি ৫৫ লাখ পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় যা ১ হাজার ৩৩৬ কোটি টাকার উপরে। এ মৌসুমে লিগে এখন পর্যন্ত খুব একটা সুবিধায় নেই ক্লাবটি। শীর্ষ চারের মধ্যেও নেই। পয়েন্ট টেবিলে আছে পঞ্চম স্থানে।
এরই মধ্যে ম্যানইউ সমর্থকদের দিলো খারাপ খবরটি। জানালো গত মৌসুমে এক হাজার ৩৩৬ কোটিরও বেশি টাকা লোকসান হয়েছে। খারাপ খবরের সঙ্গে অবশ্য ভাল খবরও দিয়েছে তারা। জানিয়েছে, রাজস্ব আয় বেড়েছে ১৮ শতাংশ। যা ৫৮ কোটি ৩২ লাখ পাউন্ড। যদিও খরচের হিসেবে লোকসানের অঙ্কটাই বেশি।
গত বছরের জুন পর্যন্ত হিসেব করেই আয়-ব্যায়ের তথ্য মিলেছে। আগের বছরের তুলনায় এবারের লোকসানের অঙ্কটা ২ কোটি ৩৩ লাখ পাউন্ড। ঋণের পরিমাণ বেড়েছে ২২ মথাংম। আগের বছর ক্লাবটির ঋণ চিলো ৪১ কোটির কিছু বেশি পাউন্ড। এবার সেটি দাঁড়িয়েছে ৫১ কোটি ৪৯ লাখ পাউন্ডে।
লোকসান হলেও ম্যানইউর লক্ষ্য ম্যাচ জেতা এবং দর্শকদের আনন্দ দেওয়া। ক্লাবটের প্রধান নির্বাহী রিচার্জ আর্নল্ড বলেন, ‘ আমাদের লক্ষ্য ফুটবল ম্যাচ জেতা এবং দর্শকদের আনন্দ দেওয়াই।’
গত বছর দলে রোনারদো, জেডন সানচো ও রাফায়েল ভারানদের দলে নেওয়াতেই ব্যয়ের পরিমাণ বেড়েছে ক্লাটির। এই খেলোয়াড়দের বেতনের কারণে ১৯.১ শতাংশ বেড়েছে খরচের অঙ্ক। ৬ কোটি পাউন্ড থেকে থেকে বেড়ে খেলোয়াড়দের পারিশ্রমিক দাঁড়িয়েছে ৩৮ কোটি পাউন্ডে। ইংলিশ লিগে এতো বেশি বেতনের কোনো ক্লাব নেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০