স্পোর্টস ডেস্ক:: ট্রেবল জয়ী পেপ গার্দিওয়ালার একটি শিরোপাই বাকী ছিলো। এবার সেটিও জিতে নিলো। ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো সিটি। বিশ্ব চ্যাম্পিযন ক্লাব এবার সিটি।
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ম্যানসিটি ৪-০ গোলে হারিয়েছে ফ্লুমিন্সেকে। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের ফাইনাল জিতো ইংল্যান্ডের চতুর্থ ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপ জিতলো দলটি।
আর্জেন্টাইন আলভারেজের জোড়া গোলেরন দিনে ফিল ফোডেনও গোল করে দলকে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতাতে রেখেছেন অবদান। ফ্লুমিনেন্সের হয়ে আত্মঘাতি গোল করে নিনো গোলের হালি পূর্ণ করেছেন।
ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়নের লড়াই একদম জমেনি। এক তরফা আধিপত্যের ম্যাচে প্রথমবার ক্লাব বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় সিটি। এ বছর পঞ্চম শিরোপা জিতলো গার্দিওয়ালার দল।
ম্যাচের প্রথম মিনিটে আলভারেজ লিড এনে দেন সিটিকে। পিছিয়ে পড়া ফ্লুমিনেন্স ঘুরে দাঁড়ানো দূরের কথা ম্যাচের ২৭তম মিনিটে নিজেরাই গোল দেয় নিজেদের জালে। নিনোর আত্মঘাতী গোলে সিটি এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এগিয়ে থেকেই বিরতিতে যায় গার্দিওয়ালার দল।
দ্বিতীয়ার্ধে ৭২তম মিনিট ফিল ফোডেনের গোলে ম্যানচেস্টার সিটি শিরোপার আরো কাছে এগিয়ে যায়। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা ম্যাচে জোড়া গোল করেন আলভারেজ। ম্যাচের ৮৮তম মিনিটে তিনি ব্যবধান ৪-০ করেন। ফ্লুমিনেন্সে আর ঘুরে দাঁড়াতে পারেনি। শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে মাঠ ছাড়ে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































Discussion about this post