স্পোর্টস ডেস্কঃ চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে উরুগুয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। গ্রুপ ‘এইচ’ এর প্রথম ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। কাতারের এডুকেশন স্টেডিয়ামে চলছে ম্যাচটি।
এই ম্যাচে দুই দলই নিজেদের শক্তিশালী একাদশে মাঠে নামিয়েছে। এর মধ্যে উরুগুয়ে ৪-৩-৩ ফরমেশনে খেলতে নেমেছে। শুরুর একাদশে আছেন লুইস সুয়ারেজ, ডারউইন নুনেজ, দিয়াগো গদিনরা। তবে জায়গা হয়নি এডিনসন কাভানির।
এদিকে দক্ষিণ কোরিয়া খেলতে নেমেছে ৪-২-৩-১ ফরমেশন নিয়ে। শুরুর একাদশে আছেন সবচেয়ে বড় তারকা সন হিউং-মিন। দুই দলের লড়াই ইতিমধ্যে জমে উঠেছে।
উরুগুয়ে একাদশ
রোচেট (গোলরক্ষক), ক্যাকারস, গদিন, গিমেনেজ, অলিভিরা, ভালভার্দে, বেন্তারচুর, ভ্যাসিনো, প্যালিস্ত্রি, সুয়ারেজ, নুনেজ।
দক্ষিণ কোরিয়া একাদশ
কিম সিউং-জু (গোলরক্ষক), কিম মিন-জে, ইয়ুন জং-জু, কিম মুন-হুয়ান, কিম জিন-সু, জং য়ু-ইয়ং, ইয়ুং য়ু-ইয়ং, সন হিউং-মিন, লি কাং-ইন, সং মিন-চু, হওয়াং উই-জো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা