নিজস্ব প্রতিবেদকঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিপিএলে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। সূর্যের আলো না থাকায় দিনের ম্যাচ হলেও ফ্লাডলাইট জ্বালিয়েই শুরু করতে হয় খেলা।
এদিকে দর্শকদের উপস্থিতিতেও তীব্র শীতের প্রভাব স্পষ্টভাবে পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্যালারিতে হাজার খানেক দর্শকও দেখা যায়নি, অনেকটাই ফাঁকা স্ট্যান্ডগুলো। এর আগে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স। আগে ব্যাট করে চট্টগ্রাম অলআউট হয়ে যায় ১০৩ রানে।
গত দুই ম্যাচে সিলেটের স্থানীয় দর্শকদের উপস্থিতি ছিল অনেক বেশি। নিজেদের ঘরের দলকে সমর্থন করতে বড় সংখ্যায় মাঠে উপস্থিত হয়েছিলেন তারা। আজ সেই দর্শকদের উপস্থিতি ছিল অনেক কম। জানা গেছে, সিলেটি দর্শকদের আগ্রহের কেন্দ্রে সিলেটের ম্যাচ। অনেকেই সৌজন্য টিকিট চেয়ে থাকেন এসব ম্যাচে। আজ সিলেটের ম্যাচ না থাকায় সৌজন্য টিকিটেরও তেমন চাহিদা নেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/০০/১১০
































