স্পোর্টস ডেস্কঃ ১৭ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে আজ রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে ইংলিশরা। ম্যাচের আগের দিন (বুধবার) একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথম টেস্টের পর আগামী ৯ ডিসেম্বর মুলতানে দ্বিতীয় ও ১৭ ডিসেম্বর করাচিতে হবে তৃতীয় ও শেষ টেস্ট।
প্রথম টেস্ট দিয়ে সাদা পোশাকে অভিষেক হচ্ছে ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের। ইংলিশদের ৭০৮তম টেস্ট ক্রিকেটার হতে যাচ্ছেন তার। ডানহাতি এই ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে ৬২ ম্যাচে ৭ সেঞ্চুরিতে আছে ৩ হাজার ৬৯ রান। ৩৮.৩৬ গড়ে ব্যাট করেছেন। এদিকে বল হাতেও উইকেট নিতে পারেন স্পিনে। হাত ঘুরিয়ে সাদা পোশাকে লিভিংস্টোনের উইকেট ৪৩টি।
এছাড়া বাঁহাতি ব্যাটার বেন ডাকেটকেও একাদশে রেখেছে ইসিবি। পেস বোলিংয়ে অধিনায়ক স্টোকস ছাড়াও আছেন জিমি অ্যান্ডারসন ও ওলি রবিনসন। উইকেটকিপার হিসেবে দেখা যাবে বেন ফোকসকে। ওলি পোপ-জ্যাক ক্রাউলিদের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
১৭ বছর পর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান গেছে ইংল্যান্ড। গত বছর নিরাপত্তাসংক্রান্ত কারণে সফর বাতিল করার পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান গিয়ে এ সংস্করণে খেলেছে ইংল্যান্ড। তবে ২০০৫ সালের পর এই প্রথম টেস্ট সিরিজ খেলছে তারা।
প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, জ্যাক লিচ, ওলি রবিনসন ও জেমস অ্যান্ডারসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০