নিজস্ব প্রতিবেদকঃ এনসিএল টি-টোয়েন্টিতে ঘরের মাঠে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে সিলেট বিভাগ। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষের নাটকে জিতেছে স্বাগতিকরা। তাদের ২ উইকেটের জয়ে নায়ক পেসার রেজাউর রহমান রাজা। বল হাতে ১ উইকেট শিকারের পর ব্যাট হাতে সিলেটকে জিতিয়ে মাঠ ছাড়েন ডানহাতি এই ক্রিকেটার।
আগে ব্যাট করে ফজলে রাব্বির ৬০ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় বরিশাল৷ যদিও তাদের শুরুটা ভালো হয়নি। শুরুতেই ওপেনার জাহিদু্জ্জামানকে হারায় তারা। এরপর ঝড় তোলেন রাব্বি। তবে পাওয়ার প্লে শেষের পরই রানআউটে কাটা পড়েন আরেক ওপেনার ইফতেখার হোসেন।
এরপর অধিনায়ক সালমান হোসেনকে সাথে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন রাব্বি। রাজার শিকার হওয়ার আগে ৪ ছক্কাসহ ২১ বলে ৩৫ রানের ইনিংস খেলেন বরিশাল অধিনায়ক। আর ৪৪ বলে চারটি করে চার ও ছক্কায় ৬০ রানের ইনিংস খেলে খালেদ আহমেদের শিকার হন রাব্বি। সিলেটের হয়ে বল হাতে দারুণ বোলিং করেন এবাদত হোসেন। ৩ উইকেট নেন তিনি। রাহাতুল ফেরদৌস, আসাদউল্লাহ আল গালিব, খালেদ আহমেদ নেন ১টি করে উইকেট।
রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে রানআউট হন সিলেটের ওপেনার মুবিন আহমেদ। অল্পতেই থেমেছেন অধিনায়ক জাকির হাসানও। এরপর আরেক ওপেনার মিজানুর রহমানও মাত্র ১৩ রানে আউট হন। তবে প্রতিরোধের চেষ্টা করেন অমিত হাসান ও আসাদউল্লাহ গালিব। ৩৫ রানের জুটি গড়েন তারা। মাঝে রাহাতুল ফেরদৌসও ব্যর্থ হন। গালিবের ব্যাট থেকে আসে ২৪ রান। ২২ বলে ২ ছক্কা ও ১ চারে ২৪ রান করেন তিনি। অমিত খেলেন ৩২ বলে ৫ চারে ৩৯ রানের ইনিংস। রানআউটে কাটা পড়েন তিনি। শেষদিকে জমে ওঠে ম্যাচ৷ শেষের ২ ওভারে ৩০ রানের সমীকরণ ছিল সিলেটের। তবে ব্যাট হাতে খালেদ আহমেদের ৯ বলে ১২ ও রেজাউর রহমান রাজার ৭ বলে অপরাজিত ১৯ রানে ২ বল বাকি থাকতে ২ উইকেটের জয় পায় সিলেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০