স্পোর্টস ডেস্ক:: গত রাতেই দুবাইয়ে সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ দল। রাত পেরিয়ে সকাল হতেই ঢাকায়ও এসে গেছেন টাইগাররা। ম্যাচ শেষেই ঢাকার বিমানে উঠেন নুরুল হাসান সোহান।
দুবাইয়ে অনুশীলন ক্যাম্প ও দুই ম্যাচের সিরিজ খেলতে গিয়ে ছিলো বাংলাদেশ দল। স্বাগতিক আরব-আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। তবে প্রথম ম্যাচে সোহান-আফিফদের জিততে হয়েছে কষ্ট করে। ৭ রানের জয়ে স্বস্তির নিশ্বাস ফেলে টাইগাররা।
দ্বিতীয় ম্যাচেও দুর্বল আরব-আমিরাতকে খুব একটা বড় ব্যবধানে হারাতে পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করা বাংলাদেশ ৫ উইকেটে ১৬৯ রান তুলেছিলো। প্রতিপক্ষ আরব-আমিরাতকেও অলআউট করতে পারেনি টাইগাররা। স্বাগতিকরাও থেমেছে ৫ উইকেটে ১৩৭ রানে। ৩২ রানে জিতেছে বাংলাদেশ দল।
ম্যাচ শেষ করেই ঢাকার বিমানে উঠেন টাইগাররা ক্রিকেটাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮টায় পৌছে বাংলাদেশ দল। দু’এক দিনের ছুটি কাটিয়েই ক্রিকেটারদের যেতে হবে নিউজিল্যান্ডে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০