স্পোর্টস ডেস্কঃ আজ থেকে পর্দা ওঠছে ৮ দলের রোড সেইফটি ওয়ার্ল্ড সিরিজের। টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ৮ দেশের সাবেক ক্রিকেটাররা। স্বাগতিক ভারত লিজেন্ডস ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, উইন্ডিজ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড লিজেন্ডস।
উদ্বোধনী দিনে মাঠে নামছে ভারত লিজেন্ডস ও দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস। যেখানে ভারতকে নেতৃত্ব দেবেন, ‘ব্যাটিং ঈশ্বর’ খ্যাত শচীন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন আরেক কিংবদন্তি জন্টি রোডস।
কানপুরে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ভারত দলে তারকায় ঠাঁসা স্কোয়াড। শচীন ছাড়াও আছেন হরভজন সিং, যুবরাজ সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মুনাফ প্যাটেলরা।
অপরদিকে দক্ষিণ আফ্রিকা দলে জন্টি রোডস ছাড়াও আছেন জোয়ান বোথা, ভারনন ফিলান্ডার, ভ্যান ভিক, অ্যালান ডসনরা। দুই দলের সাবেকদের লড়াই জমজমাট হওয়ার আশা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা