স্পোর্টস ডেস্কঃ লা লিগায় মৌসুমের প্রথম ক্লাসিকোর তারিখ ও সময় চূড়ান্ত হয়েছে। আগামী ১৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় ৪টা ১৫মিনিটে। বাংলাদেশ সময় অনুযায়ী যা রাত ৮টা ১৫ মিনিট।
সবশেষ ৩ ক্লাসিকোয় দুইবার জিতেছে বার্সেলোনা। গত মৌসুমে লা লিগায় প্রথম ক্লাসিকোয় নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। তবে ফিরতি দেখায় রিয়ালের মাঠে ৪-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছিল কাতালান দলটি। জাভি হার্নান্দেজের অধীনে সেই ম্যাচে কার্লো আনচেলত্তির দলকে গুঁড়িয়ে দিয়েছিল তারা। অবশ্য লিগ জিততে পারে নি জাভির দল। দ্বিতীয় স্থানে থেকেই শেষ করতে হয়েছিল গত আসর। এবারের প্রাক-মৌসুমেও মুখোমুখি হয়েছিল বার্সা-রিয়াল। যুক্তরাষ্ট্রে সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল পেদ্রি-বুস্কেটসরা।
চলতি মৌসুমে শুরুর ছয় ম্যাচেই জয় পেয়েছে রিয়াল। পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ থেকেও রদ্রিগো-ভালভার্দেরা জিতে ফিরেছেন। অন্যদিকে বার্সেলোনা পয়েন্ট টেবিলে আছে দুইয়ে। জাভির দল লিগ মৌসুম ড্র দিয়ে শুরু করলেও পরের পাঁচ ম্যাচে বড় জয় পেয়েছে। রবার্ত লেভানডফস্কি-ওসমান দেম্বেলেদের নৈপুণ্যে উড়ন্ত ফর্মে আছে বার্সা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০