স্পোর্টস ডেস্ক:: রাফিনিয়ার জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওকে -৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। নিশ্চিত করেছে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। গত রাতে সৌদি আরবে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে বার্সা।
বার্সার ফাইনাল প্রতিপক্ষ এখনো নির্ধারণ হয়নি। আগামি রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার জয়ী দল। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মাদ্রিদরা।
জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বার্সেলোনা বিলবাওকে নিয়ে ছেলেখেলা করে। ম্যাচের ২২তম মিনিটে বক্সের ভেতর থেকে শট নিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন তোরেস। ম্যাচের ৩০তম মিনিটে রাফিনিয়ার কাটব্যাকে লোপেজের দুর্দান্ত শট থেকে আসে দ্বিতীয় গোল। ৪ মিনিট পর দারুণ এক আক্রমণ থেকে ম্যাচের তৃতীয় গোলটি করেন বার্সার সুইডিশ উইঙ্গার রুনি বার্ডঘি।
শুরুতেই একের পর এক গোল করা বার্সা ম্যাচের ৩৮তম মিনিটে ব্যবধান আরো বড় করে। বাঁ দিকের কোনা থেকে দুর্দান্ত শটে নিজের প্রথম গোলটি করেন রাফিনিয়া। বিরতির পর কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে করেন দ্বিতীয় গোল। তাতেই বড় জয় নিশ্চিত হয়ে যায় স্প্যানিশ জায়ান্টদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































