স্পোর্টস ডেস্ক:: বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সের জয় রথ অবশেষে থামলো।ক্যারিবিয়ান আন্দ্রে রাসেলের ঝড়ে ভিক্টোরিয়ান্সরা রাইডার্সদের হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে।
আগে ব্যাট করা রংপুর রাইডার্স জিমি নিশামের হাফ সেঞ্চুরিতে ১৫০ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা কুমিল্লা রাসেলের ৩৫৮’র বেশি স্ট্রাইক রেটের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নামা কুমিল্লার ওপেনার লিটন ও নারাইন ৩৬রানের উদ্বোধনী জুটি গড়েন। অধিনায়ক লিটন দাস ৪২ বলে ৪৩রান করে সাকিবের শিকারে ফিরেন সাজঘরে।আরেক ওপেনার সুনিল নারাইন ১১ বলে করেন ১৫ রান।
দলীয় ৩৬ রানে পরপর দুই উইকেটে তাওহীদ হৃদয় ও নারাইনকে হারানো কুমিল্লা ঘুরে দাঁড়ায় অঙ্কনের ব্যাটে। চার চার ও এক ছক্কায় ২৯ বলে ৩৯ রান করে অঙ্কন সাজঘরে ফিরলেও জয়ের জন্য খুব একটা কষ্ট করতে হয়নি দলটিকে। রাসেলের ঝড়ে সহজ জয় পায় দলটি। মাত্র ১২ বলে ৩৫৮.৩৩ স্ট্রাইক রেটে ৪৩ রান করেন এই ক্যারিবিয়ান। চারটি করে চার ও ছক্কায় সাজান নিজের ইনিংসটি। তাতেই ১৪ বল হাতে রেখে জয় পায় দলটি।
রংপুরের হয়ে সাকিব ৩টি উইকেট লাভ করেন।
আগে ব্যাট করে ইনিংসের এক বল বল বাকি থাকতে ১৫০ রানে অলআউট হয় রংপুর রাইডার্স। তবে জিমি নিশামের ঝড়ো ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে দলটি। চরম বিপর্যয় থেকে টেনে তুলে দলকে লড়াইয়ে রাখেন তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর রাইডার্স। দলের একশ পেরোনোর আগেই ৭ উইকেট হারিয়ে বসে দলটি। শেষ দিকে এক প্রান্ত আগলে রেখে মান বাঁচান জিমি নিশাম। একশ পার তো করেছেনই, রংপুরের রান নিয়ে গেছেন দেড়শ’তে।
দলের পক্ষে ৪২ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন নিশাম। ৩ বাউন্ডারিতে ১৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন এদিন সাকিব আল হাসান। এর বাইরে বলার মতো রান করতে পারেননি আর কেউই।
কুমিল্লার হয়ে ৪ ওভারে ১৮ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন মুসফিক হাসান। ৩টি উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও ম্যাথু ফোর্ড ২টি।
Discussion about this post