স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদের সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন রদ্রিগো। ২০২৮ পর্যন্ত তিনি খেলবেন মাদ্রিদের ক্লাবটিতে। চুক্তির মেয়াদ তিন বছর বাড়িয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর আগে ২০১৯ সালে স্পেনের শীর্ষ ক্লাবটিতে নাম লেখান রদ্রিগো।
রিয়ালের জার্সিতে পাঁচ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৯টি ম্যাচ খেলেছেন রদ্রিগো। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে গোল করেছেন ৩৯টি। তবে চলতি মৌসুমে ছন্দে নেই তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে জালের দেখা পেয়েছেন মাত্র দুইবার, আর সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন একটি।
রিয়াল তাদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে রদ্রিগোর সাথে নতুন চুক্তির বিষয়টি জানিয়েছে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৫ সালে। বিবিসির খবর অনুযায়ী, নতুন চুক্তিতে রদ্রিগোর ‘রিলিজ ক্লজ’ রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরো!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post