স্পোর্টস ডেস্ক:: হ্যাটট্রিক আগেই হয়েছে, এবার টানা চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের স্বীকৃতি পেয়েছে রিয়াল মাদ্রিদ। গত শুক্রবার ব্যবসাবিষয়ক ম্যাগাজিন ‘ফোবর্স’ এই তথ্য জানিয়েছেন। তারকা বহুল দলটির বর্তমান মূল্য ৬.৭৫ বিলিয়ন ডলার।
বিশ্বের দাবি ক্লাবগুলোর তালিকা প্রকাশ করে থাকে ফোর্বস। ম্যাগাজিনটি এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩-২৪ মৌসুমে রেকর্ড ১.১৩ বিলিয়ন ডলার রাজস্ব আয় করে রিয়াল। ক্লাবটির ইতিহাসে এই প্রথম এক মৌসুমে ১ বিলিয়ন ডলার আয়ের কীর্তি অর্জন করেছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি।
রিয়াল দ্বিতীয় ক্রীড়া দল, যারা এক মৌসুমে ১০০ কোটি ডলার অর্জন করেছে। ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দল ডালাস কাউবয়সের পর এই রেকর্ড গড়ল মাদ্রিদ। একই সঙ্গে প্রথম ফুটবল ক্লাব হিসেবে ১ বিলিয়ন ইউরো (১.০৪ বিলিয়ন ডলার) রাজস্বের মাইলফলক ছুঁয়েছে ক্লাবটি।
বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তালিকায় রিয়াল পরে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। ম্যানইউ’র বর্তমান বাজারমূল্য ৬.৬ বিলিয়ন ডলার। ২০২৩-২৪ মৌসুমে দলটি ৮৩৪ মিলিয়ন ডলার আয় করেছিল। বার্সার বর্তমান মূল্য ৫.৬৫ বিলিয়ন ডলার। এরপর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব যথাক্রমে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০