স্পোর্টস ডেস্ক:: এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব খেলতে লাওসে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সাম্প্রতিকালে বাংলাদেশের নারী ফুটবলাররা দুর্দান্ত খেলছেন। তাদেরকে নিয়ে বাড়ছে প্রত্যাশা। নারী অনূর্ধ্ব-২০ এএফসির টুর্নামেন্টে মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন আফিদারা।
শনিবার দুপুরে ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে লাওস গেছেন মেয়েরা। আজ সকালেই নামবেন অনুশীলনে। বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘আমরা সবাই সুস্থ রয়েছি। আগামীকাল সকাল থেকে অনুশীলন শুরু হবে। আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো ফলাফল নিয়ে ফিরতে পারি।’
বাছাই পর্বে আগামি ৬ আগস্ট স্বাগতিক লাওসের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ। এরপর ৮ আগস্ট তিমুরলেস্তের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। বাছাই পর্বে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ দল মূল পর্বে খেলবে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়া আফিদা-সাগরিকারা এএফসি’র বাছাইয়ে সফল হন কিনা সেটাই দেখার বিষয়।
সাফ চ্যাম্পিয়ন হওয়ায় আফিদাদের কাছে প্রত্যাশা বেড়েছে বেশ। মেয়েরা ভালো খেলার লক্ষ্য নিয়ে লাওসে গেছেন। তারা খেলতে চান এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০