নিজস্ব প্রতিবেদকঃ খুলনা টাইগার্সের বিপক্ষে বড় পুঁজি দাঁড় করানো হলো না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। বুধবার আগে ব্যাট করে ১৪৯ রান করেছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। ওপেনার লিটন দাস ও জাকের আলী অনিক খেলেছেন টি-টোয়েন্টি মেজাজের ইনিংস। অন্যদিকে মোহাম্মদ রিজওয়ান ও উইক জ্যাকস ব্যাট করেছেন মন্থর গতিতে। তাতে বড় পুঁজি পায় নি কুমিল্লা।
রিজওয়ানকে নিয়ে ইনিংসের শুরু করতে নামেন কুমিল্লার অধিনায়ক লিটন। তাদের জুটিতে আসে ৬৯ রান। এরপর খুলনাকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন নাসুম আহমেদ। দারুণ ডেলিভারিতে ভাঙেন ৪৬ রানে থাকা লিটন দাসের স্টাম্প। ফিফটির খুব কাছে গিয়েও ৪ রানের আক্ষেপে পুড়লেন লিটন। এরপর সেই ওভারের শেষ বলে রিজওয়ানকে ফেলেন লেগ বিফোরের ফাঁদে। ২৮ বল খেলা ওপেনার রিজওয়ান প্যাভিলিয়নে যান নামের পাশে কেবল ২১ নিয়ে।
গতরাতে বাংলাদেশে আসা জ্যাকস আজ খেলতে নেমে ২২ রানের বেশি করতে পারেননি ২৭ বল খেলে। রান আউটে কাটা পড়েন খুশদিল শাহ। সাজঘরে ফেরার আগে ৩ বলে ৪ রান আসে তাঁর ব্যাট থেকে। তাওহীদ হৃদয় থিতু হয়েও ইনিংস ফিনিশ করে আসতে পারলেন না। ১৭ বলে ১৬ করে বিদায় নেন। ১১৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা কুমিল্লাকে এরপর স্বস্তি এনে দেন জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। জাকের মাত্র ৮ বলে করেন ১৮ রান। খুলনার হয়ে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন নাসুম। ২৫ রানে ২ উইকেট নেন ফাহিম আশরাফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post