স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ নারী দলের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া নারী দল। আগামী মার্চ থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই প্রথম দুই দেশ কোনো দ্বীপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে।
মূলত সেপ্টেম্বরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেই টুর্নামেন্টকে কেন্দ্র করেই কন্ডিশন ও উইকেট সম্পর্কে ধারণা পেতে আগেভাগেই বাংলাদেশ সফর করে যেতে চায় অজিরা। সুযোগ লুফে নিয়েছে বাংলাদেশও। এই প্রথম দ্বীপাক্ষিক সিরিজ খেলবে দুই দল। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসলেও, আর কখনো আসা হয়নি অজি নারীদের।
অস্ট্রেলিয়ার শক্তিশালী দলের নেতৃত্বে আছেন অ্যালিসা হিলি। এছাড়া এলিসে পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনারসহ সব তারকারাই দলে আছেন। বিশ্বকাপকে মাথায় রেখেই কোনো হেলা করতে চায় না অস্ট্রেলিয়া, সেরা প্রস্তুতি নেওয়াই লক্ষ্য তাদের।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারী দল
অ্যালিসা হিলি (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিসে পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম ও টায়লা ভ্লাইমিঙ্ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post