নিজস্ব প্রতিবেদক:: সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে শুরু থেকেই নানা শঙ্কা ছিলো। লিগ মাঠে গড়াবে কিনা এই শঙ্কায় ছিলেন ক্রিকেটাররা। সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে লিগ মাঠে গড়িয়েছে।
বাংলাদেশের সাবেক অধিনায়ক, বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সারওয়ার আলম শনিবার লিগের উদ্বোধন করেছেন। উদ্বোধনী দিনে মাঠে নেমেছে হোয়াইট মোহামেডান স্পোটিং ক্লাব ও বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র।
লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের পরিচালক রাহাত শামস্, বিসিবির কাউন্সিলর সৈয়দ ফজলে এলাহী অভী, জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন প্রমুখ।
মাঠ সঙ্কট, রাজনৈতিক বৈরিতা সব মিলিয়ে লিগ নিয়ে ছিলো বেশ অনিশ্চয়তা। বার বার পেছানো হয়েছে লিগ শুরুর সময়। অবশেষে সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়াতে উচ্ছ্বাস দেখা দিয়েছে ক্রিকেটারদের মধ্যে।
আগামি ১২ জানুয়ারি পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিদিন লিগের একটি করে ম্যাচ অনুষ্টিত হবে। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড দুইয়েও লিগের ম্যাচ আয়োজন হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০































